সোনার ক্যারেট অনুযায়ী সেই সোনায় খাদ এর পরিমাণ হিসাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সোনার খাদ কনভার্টার ব্যবহার করে অনেক সহজেই সেই সোনায় বিশুদ্ধ স্বর্ণের প্রমাণ বের করা যায়।
আমরা জানি 24 ক্যারেট সোনা সাধারণত বিশুদ্ধ খাঁটি সোনা হয়ে থাকে। কিন্তু অনান্য ক্যারেট এর সোনায় খাদ ব্যবহার করা হয়।
তাই আমাদের সেই সকল খাদ করা সোনা খাঁটি করলে কত টুকু বিশুদ্ধ সোনা পাওয়া যাবে তা আমাদের বিভিন্ন কারণে জানা দরকার হয়।
এই সোনার খাদ কনভার্টার এর মাধ্যমে অনেক সহজেই তা জানতে পারবেন।
খাদ কনভার্টার এ কত ক্যারেট সোনা তা সিলেক্ট করতে হয। এবং ওজন সিলেক্ট অপশন গুলো থেকে পছন্দ মত ভরি আনা রতি পয়েন্ট অনুযায়ী নির্দিষ্ট ওজন সিলেক্ট করার পর কনভার্টার টি রান করলেই বিশুদ্ধ সোনার পরিমাণ ও খাদের পরিমাণ পাওয়া যায়।
এটা অনেক পাওয়ারফুল এবং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।
Phone: +8801300-651xx0
Email: bdgautamxx@gmail.com
Address: Dhaka, Bangladesh
Copyright © 2025 GetBD.org | Powered by Gautam Kumar.