BajuLive.com

রিয়াল টাইম আন্তর্জাতিক সোনার দাম এবং পাকা সোনার দাম ক্যালকুলেটর

আজকের পাকা সোনার দাম কত বের করবেন যেভাবে

এজন্য আপনাকে প্রথমে আমাদের উপরের স্কিন থেকে আউন্স এবং আজকের ডলার রেট জেনে নিতে হবে।

এবং এই ক্যালকুলেটর এ আসতে হবে । এবং নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপঃ
  1. প্রথমে পাকা সোনার দাম জানার জন্য ক্যালকুলেটর টিতে এক আউন্স সোনার দাম লিখতে হবে ডলার অনুযায়ী।
  2. এবং আজকের ডলার রেট লিখতে হবে।
  3. এবং স্টোর ফিস পার্সেন্ট আকারে লিখতে হবে।
  4. এবং ক্যালকুলেটরটি রান করতে হবে।

ক্যালকুলেটরটি রান করা মাত্রই আজকে পাকা সোনার দাম কত তা লাইভ হিসাব দেখতে পাবেন ।

এভাবে আপনি হিসাব করে নিতে পারেন পাকা সোনার দাম কত বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য দেশগুলোর ডলার রেট বসিয়ে।

এভাবে আপনি আজকের পাকা সোনার দাম কত তা সোনার পাইকারি বাজার এর মত হিসাব পেয়ে যাবেন।

আমাদের বাজুস লাইভ ডট কম ওয়েব সাইটে আজকে সোনার দাম কত বাংলাদেশে এবং আন্তর্জাতিক তার সম্পূর্ণ লাইভ দেখতে পারেন ।

এই পাকা সোনার দাম ক্যালকুলেট র তৈরি করার মূল উদ্দেশ্য হলোঃ অনেকে আছেন যারা আজকে পাকা সোনার দাম জানার জন্য অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেন ।

কিন্তু দেখা যায় সেখানে যেহেতু আন্তর্জাতিক বাজার রেট । সেহেতু পাকা সোনার দাম আউন্স, গ্রাম ইত্যাদি ওজনের ডলার রেট দেওয়া থাকে।

কিন্তু আমরা নিজেদের দেশের প্রচলিত টাকার হিসেবে পাকা সোনার দাম জানতে চাই।

সেই জন্যই এই ক্যালকুলেটরটি তৈরি করা। যেন সবাই অনলাইন থেকে আউন্স এর সোনার দাম ডলার আকারে জানার পর এই ক্যালকুলেটরে এসে হিসাব করে নিতে পারে।

আজকে পাকা সোনার দাম বের করার জন্য এই ক্যালকুলেটর এর বিকল্প আর কিছুই নাই। আপনাকে ম্যানুয়াল ভাবে বের করতে হবে।

কিন্তু এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি অনেক সহজেই প্রতিদিন এর পাকা সোনার দাম হিসাব করে নিতে পারেন।

পাকা সোনা হচ্ছে 24 ক্যারেট সোনা যেখানে সোনার বিশুদ্ধতা রয়েছে ৯৯.৯৯ শতাংশ।

সাধারণত ইনভেস্ট করার জন্য এই পাকা সোনাকেই বেছে নেওয়া হয়।

যাই হোক আপনি যদি পাকা সোনার দাম জেনে উপকৃত হন তাহলে অবশ্যই এই ক্যালকুলেটরটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।

ধন্যবাদ।


Copyright © 2025 GetBD.org | Powered by Gautam Kumar.